শ্রীপুরে ফৌজদারি মামলায় পাঁচ আসামির জামিন নামঞ্জুর,

শ্রীপুরে ফৌজদারি মামলায় পাঁচ আসামির জামিন নামঞ্জুর,

শ্রীপুরে ফৌজদারি মামলায় পাঁচ আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা ফৌজদারি মামলায় অভিযুক্ত পাঁচ ব্যক্তির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

 বুধবার (১২ মার্চ) দুপুর দেড়টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। আদালতের আদেশে কারাগারে পাঠানো আসামিরা হলেন— রাশিদুল হক রুবেল (৩৮), মিজানুল হক রোমান (৪৫), মো. সুমন (৩০), মোস্তাফা (৩৫) ও রমজান আলী (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা প্রতিপক্ষের লোকজনকে মারধর করেন। এতে গুরুতর আহতরা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

বুধবার নির্ধারিত তারিখে আসামিদের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।